করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
শুক্রবার দুপুরে জেলা প্রশাসক নিজেই বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে তিনি জেলা প্রশাসকের সরকারি ভবনে হোম আইসোলেশনে আছেন এবং শারীরিক ভাবে সুস্থ আছেন।
করোনা মহামারী শুরুর পর থেকেই জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন জেলার মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। সাধারণ মানুষের জন্য করোনাকালীর স্বাস্থ্য সেবা, ত্রাণ সহায়তা, ভবঘুরে মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ, অভুক্ত প্রাণীদের মাঝে খাবার বিতরণ, করোনা আক্রান্ত রোগীদের জন্য অক্সিজেন সেবাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন