শেরপুরে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালে ৫ এপ্রিল। এর পর থেকে এ বছরের জুন পর্যন্ত যত আক্রান্ত ও মৃত্যু হয়েছে তার চেয়ে অধিক মৃত্যু ও আক্রান্ত হয়েছে শুধু জুলাই মাসে।
সরকারি হিসাবে জানা গেছে, করোনা শুরু হওয়ার পর থেকে গত জুন পর্যন্ত (১৫ মাসে) আক্রান্ত ও মৃতের সংখ্যা ছিল যথাক্রমে ১৫৯৪ ও ৪৬ জন। আর শুধু জুলাই মাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা যথাক্রমে ১৯৭২ ও ৪১ জন। ৫ এপ্রিল থেকে ৩১ জুলাই পর্যন্ত সর্বমোট আক্রান্ত ও মোট মৃতের সংখ্যা ৩৫৬৬ ও ৭১ জন।
শেরপুরের এই সরকারি হিসাবের বাইরে জুলাইয়ে করোনায় ঢাকাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে অন্তত আরও ১০/১২ জন। করোনা উপসর্গ নিয়ে কত মানুষ মারা গেছেন তার হিসাব নেই। জুন মাসেই এই আক্রান্তের সংখ্যা ছিল ৭৮৮ জন আর মৃত্যুবরণ করেছে ৩১ জন। ৫ এপ্রিল থেকে মে মাস পর্যন্ত মোট মারা গেছেন ১৫ জন।
এদিকে, লোকবল সংকট আর করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জেলার স্বাস্থ্য ব্যবস্থা চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে।
জেলার সিভিল সার্জন একেএম আনওয়ারুর রউফ বলেন, লকডাউনের সুফল সপ্তাহ খানেক পড়ে পাওয়া যাবে। করোনা কমতে পারে। তবে বেড়ে গেলে পরিস্থিতি সমালাতে স্বাস্থ্য বিভাগ প্রস্তত আছে। সেবার মান বাড়াতে সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই