২ আগস্ট, ২০২১ ১২:০৯

তিন কোটি ২০ লাখ মানুষকে টিকার বুস্টার ডোজ দেবে যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক

তিন কোটি ২০ লাখ মানুষকে টিকার বুস্টার ডোজ দেবে যুক্তরাজ্য

ফাইল ছবি

যুক্তরাজ্য আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে করোনা টিকার বুস্টার ডোজ দেবে। প্রাথমিকভাবে প্রায় তিন কোটি ২০ লাখ মানুষকে বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। দ্য টেলিগ্রাফ পত্রিকায় গতকাল রবিবার প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

দেশটিতে সাড়ে ৪ কোটির বেশি মানুষ করোনার প্রথম ডোজ পেয়েছেন। এ সংখ্যা দেশটির প্রাপ্তবয়স্ক মানুষের প্রায় ৯০ শতাংশ। ২০২০ সালের ডিসেম্বরে যুক্তরাজ্য প্রথম ফাইজার-বায়োএনটেকের ডোজ দিয়ে করোনার টিকাদান কার্যক্রম শুরু করে। 

যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৫৮ লাখ ৮০ হাজার ৬০০ মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ২৯ হাজার ৭০০ জন।

 

 

বিডি প্রতিদিন / অন্তরা কবির 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর