২ আগস্ট, ২০২১ ১৭:০৮

করোনা: সাতক্ষীরায় একদিনে নতুন শনাক্ত আরও ৭২ জন, উপসর্গে ৫ জনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

করোনা: সাতক্ষীরায় একদিনে নতুন শনাক্ত আরও ৭২ জন, উপসর্গে ৫ জনের মৃত্যু

সাতক্ষীরা করোনা ডেডিকেডেট মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় ৫ জনের মৃত্যু হয়েছে। আর এসময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৭২ জন। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮৫ জন। এছাড়া জ্বর, সর্দি, কাশি, নিয়ে আরও ৫৫০ জনের মৃত্যু হয়েছে। 

বর্তমানে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ১৪৫ জন। এর মধ্যে সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন করোনা পজেটিভ রোগীসহ উপসর্গ নিয়ে মোট ১৬৪ জন চিকিৎসাধীন আছেন। এসব তথ্য নিশ্চত করেছেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরার করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুরা হলেন- তালা উপজেলার তালা গ্রামের আনছার আলীর স্ত্রী আইনুফ (৬৫) ও পাঁচরখি গ্রামের  আনছার আলীর ছেলে সাজ্জাত আলী (৬০), দেবহাটা উপজেলার কুড়া গ্রামের আদও আলীর ছেলে মনিনুর (৩৫), শ্যামনগর উপজেলার গুমনতলী গ্রামের শহর আলীর ছেলে সলিমুল্লাহ (৯০), কলারোয়া উপজেলার তুলসীডাঙ্গা গ্রামের মাদার দফাদারের ছেলে লতিফ দফাদার(৭৫)। 

তারা বেশ কিছু দিন ধরে  জ্বর, কাশি, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন ছিলেন। রবিবার (১ আগস্ট) সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে তাদের মৃত্যু হয়।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর