২ আগস্ট, ২০২১ ২০:০৩

সাতক্ষীরায় করোনা ও উপসর্গে ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭২

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় করোনা ও উপসর্গে ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭২

সাতক্ষীরা করোনা ডেডিকেডেট মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় ৫ জনের মৃত্যু হয়েছে। আর ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ৭২ জন। 

জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮৫ জন। এছাড়া জ্বর, সর্দি, কাশি নিয়ে আরও ৫৫০ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ১৪৫ জন। এর মধ্যে সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন করোনা পজেটিভ রোগী সহ উপসর্গ নিয়ে মোট ১৬৪ জন চিকিৎসা নিচ্ছেন। বিষয়টি নিশ্চত করেছেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার।

এদিকে ২৪ ঘন্টায় সাতক্ষীরার করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ব্যক্তিরা হলেন তালা উপজেলার তালা গ্রামের আনছার আলীর স্ত্রী আইনুফ (৬৫) ও পাঁচরখি গ্রামের  আনছার আলীর ছেলে সাজ্জাত আলী (৬০), দেবহাটা উপজেলার কুড়া গ্রামের আদও আলীর ছেলে মনিনুর (৩৫), শ্যামনগর উপজেলার গুমনতলী গ্রামের শহর আলীর ছেলে সলিমুল্লাহ (৯০), কলারোয়া উপজেলার তুলসীডাঙ্গা গ্রামের মাদার দফাদারের ছেলে লতিফ দফাদার (৭৫)। তারা বেশ কিছু দিন ধরে জ্বর, কাশি, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন ছিলেন। রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টার মধ্যে তাদের মৃত্যু হয়।

বিডি প্রতিদিন/এ মজুমদার

সর্বশেষ খবর