ঝিনাইদহে শুরু হয়েছে ইউনিয়ন পর্যায়ে গণটিকাদান কার্যক্রম। আজ শনিবার সকালে জেলার ৬টি উপজেলার ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মজিবর রহমানসহ জনপ্রতিনিধিরা।
এতে পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. সেলিনা বেগম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কুমার বিশ্বাস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম হিরণসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অপরদিকে, ঝিনাইদহ-০৩ (মহেশপুর-কোটচাঁদপুর) এমপি এ্যাডভোকেট শফিকুল ইসলাম খান চঞ্চলসহ মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাংবাদিক সাজ্জাদুল ইসলাম টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।
স্বাস্থ্য বিভাগ জানায়, ঝিনাইদহের ৬৭টি ইউনিয়ন ও ৫টি পৌরসভায় এ টিকাদান কর্মসূচির কাজ চলছে। সকাল থেকে বিকাল পর্যন্ত প্রতিটি ইউনিয়নের ১টি কেন্দ্রে ৩টি বুথে টিকা প্রদান করা হচ্ছে। জেলার ৬ উপজেলা ও পৌরসভা গুলোতে ৬২ হাজার চারশ' ডোজ টিকা দেওয়া হবে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির