তিন মাস ১২ দিন পরে রংপুর বিভাগে করোনায় মৃত্যুর হার শূন্যের কোঠায় নেমেছে। গত ৩১ মে ও পহেলা জুনেও ছিল রংপুরে মৃত্যুর হার শূন্য। ২ জুন থেকে করোনায় রংপুর বিভাগের মানুষের মৃত্যু শুরু হয়। ওই দিন বিভাগে ৩ জন মারা যান। এরপর শুরু হয় মৃত্যুর মিছিল। টানা ১০২ দিন অর্থাৎ ৩ মাস ১২ দিন পরে মৃত্যুর হার থেমেছে।
গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগের ৮ জেলায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। একদিনে মৃত্যুর হার শূন্য হলেও এনিয়ে দুশ্চিন্তা মুক্ত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
স্বাস্থ্য বিভাগের মতে, করোনা সংক্রমণের হার কমলেও এখনো ঝুঁকি রয়েছে। মানুষ স্বাস্থ্যবিধি মেনে না চললে যেকোনো মুহূর্তে এই হার ঊর্ধ্বগামি হতে পারে। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছেন ১৭৩ জন। শনাক্তের হার ৫ দশমিক ৪৩।
গত বছরের মার্চে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত রংপুর বিভাগে মারা গেছেন ১ হাজার ২১৮ জন। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে দিনাজপুরে ৩২২ জন। এরপরে রংপুরে ২৯০ জন, গাইবান্ধায় ৬৩ জন, ঠাকুরগাঁওয়ে ২৪৬ জন, নীলফামারীতে ৮৭ জন, পঞ্চগড়ে ৭৯ জন, কুড়িগ্রামে ৬৬ জন ও লালমনিরহাটে ৬৫ জন মারা গেছেন।
এখন পর্যন্ত রংপুর বিভাগে মোট ২ লাখ ৬৬ হাজার ৯৭১ জনের নমুনা পরীক্ষা করে ৫৪ হাজার ২০৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ৫০ হাজার ২৬৪ জন।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোতাহারুল ইসলাম জানান, দীর্ঘদিন পরে রংপুর বিভাগে মৃত্যুর হার শূন্যে এসে নেমেছে। তবে জনগণ স্বাস্থ্যবিধি না মানলে আক্রান্ত ও মৃত্যুর হার আবারও বেড়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তিনি।
বিডি প্রতিদিন/এমআই