২২ সেপ্টেম্বর, ২০২১ ১৬:৫৬

ভারতে নতুন করে প্রায় ২৭ হাজার করোনা রোগী শনাক্ত

অনলাইন ডেস্ক

ভারতে নতুন করে প্রায় ২৭ হাজার করোনা রোগী শনাক্ত

প্রতীকী ছবি

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৯৬৪ জন। এছাড়া একদিনে মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৩৮৩ জন। ভারতে এখন পর্যন্ত করোনার বলি ৪ লাখ ৪৫ হাজার ৭৬৮ জন।

গত ২৪ ঘণ্টায় ভারতে অনেকটাই কমেছে অ্যাকটিভ কেস। ১৮৬ দিন পর এতখানি কমল সক্রিয় রোগীর সংখ্যা। বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ লাখ ১ হাজার ৯৮৯ জন। ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা।

পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত ভারতে ৩ কোটি ২৭ লাখ ৮৩ হাজার ৭৪১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩৪ হাজার ১৬৭ জন।

এদিকে, টিকাকরণের গতি বাড়িয়ে সংক্রমণ ঠেকানোর প্রয়াস জারি রয়েছে ভারতজুড়ে। এখন পর্যন্ত ৮২ কোটি ৬৫ লাখেরও বেশি মানুষ ভ্যাকসিনের আওতায়। যার মধ্যে গতকালই টিকা পেয়েছেন প্রায় সাড়ে ৭৫ লাখের বেশি নাগরিক।

বিডি প্রতিদিন/এমআই

সর্বশেষ খবর