কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার রাত ৮টা পর্যন্ত) নতুন কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। এসময় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। এর আগের হিসাব অনুযায়ী জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৯১৮ জন।
সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান শুক্রবার রাত ১১টার দিকে এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, গত ২৮ ও ২৯ সেপ্টেম্বর (আংশিক) কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাব থেকে (প্রি আইসোলেশনে ভর্তিকৃত জরুরি রোগীসহ) ৯৪ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা শনাক্ত হয়নি।
এদিকে, ৩০ সেপ্টেম্বর বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ১৪৯ জনের নমুনা পরীক্ষায় কারও করোনা শনাক্ত হয়নি। এছাড়া কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, কিশোরগঞ্জ বক্ষব্যাধি ক্লিনিকে ২ জন, করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জন ও কিশোরগঞ্জ মেডিল্যাব হেলথ সেন্টারে ৫ জনসহ মোট ২৮ জনের র্যাপিড অ্যান্টিজেন ও জিন এক্সপার্ট টেস্টে কারও করোনা উপসর্গ পাওয়া যায়নি।
এছাড়া শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়নি। এখান থেকে এ সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৬ জন এবং আইসিইউতে ভর্তি রয়েছেন ৬ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ২১৫ জন।
সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩ জন। এ পর্যন্ত জেলায় মোট ১১ হাজার ৬২১ জন সুস্থ হয়েছেন। বর্তমানে জেলায় সর্বেমোট আক্রান্ত রোগীর সংখ্যা ৮২ জন। এর মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৫৪ জন, হোসেনপুরে ১ জন, তাড়াইলে ২ জন, কটিয়াদীতে ৬ জন, কুলিয়ারচরে ২ জন, ভৈরবে ১৪ জন ও বাজিতপুরে ৩ জন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে হোম কোয়ারেন্টাইনে/আইসোলেশনে রয়েছেন ৮২ জন। হাসপাতাল আইসোলেশনে কোনো রোগী নেই।
বিডি প্রতিদিন/এমআই