এবার ব্রিটিশ নাগরিকদের জন্য কঠিন নিয়ম চালু করল নরেন্দ্র মোদির প্রশাসন। করোনাভাইরাস মহামারির মধ্যে ভারতে ভ্রমণে এলে ব্রিটিশ নাগরিকদের ১০ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। আগামি সোমবার থেকে সিদ্ধান্তটি কার্যকর হতে যাচ্ছে।
প্রসঙ্গত, এর আগে ভারতীয়দের জন্য একই পদক্ষেপ নিয়েছে ব্রিটিশ সরকার।
এ ব্যাপারে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ব্রিটিশ নাগরিকরা ভারতে আসার তিন দিনের মধ্যে করোনা আরটি-পিসিআর টেস্ট করতে হবে।
ওই প্রতিবেদনে আরও বলা হয়, ভারতে আসার পরেও বিমানবন্দরে আবার আরটি-পিসিআর পরীক্ষার মুখোমুখি হতে হবে ব্রিটিশদের।
যারা করোনা টিকা নিয়েছেন, তাদের ক্ষেত্রেও নিয়মের ব্যত্যয় ঘটবে না। ভারতে প্রবেশের পর ব্রিটিশদের বাধ্যতামূলকভাবে ১০ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।
সূত্র: এনডিটিভি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ