করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে আট জনের মৃত্যু হয়েছে।
করোনা উপসর্গে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের রেনু (৬০), খুদে নেওয়াজ (৬০), সুকুমার সরকার (৭০); নেত্রকোনা সদরের সাইদুল (৬১), জয়া (১৬), নেত্রকোনার দুর্গাপুর উপজেলার হালিমা (৮০), জামালপুর সদরের মানিক (৩৮) ও কাজল রেখা (৫৫)। তবে এদিন করোনা আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি।
শনিবার সকালে মমেকের করোনা ওয়ার্ডের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৪ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১২১ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ছয়জন চিকিৎসাধীন। এছাড়াও সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন ১০ জন।
ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩৮৫টি নমুনা পরীক্ষায় ১২ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার ৩ দশমিক ১২ শতাংশ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন