দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর অবশেষে সীমানা খুলছে অস্ট্রেলিয়া। স্থানীয় সময় শুক্রবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
স্কট মরিসন বলেন, করোনা মহামারির কারণে হাজার হাজার অস্ট্রেলিয়ান বিদেশে আটকা পড়েছেন। আবার বাইরের দেশের অনেকেই সেখানে আটকা রয়েছেন। ৮০ শতাংশ করোনার টিকা নেওয়া স্টেটগুলোতে এক সপ্তাহের মধ্যে অস্ট্রেলিয়ানরা ফিরে আসতে এবং সেখান থেকে বিদেশে ভ্রমণ করতে পারবেন।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, সময় এসেছে অস্ট্রেলিয়ানদের তাদের জীবন ফিরিয়ে দেওয়ার। এর জন্য আমরা প্রস্তুত হচ্ছি। অস্ট্রেলিয়া খুব শিগগির টেক অফের জন্য প্রস্তুত হবে।
কর্মকর্তারা বলছেন, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) এরই মধ্যে ৮০ শতাংশ টিকা কার্যক্রম সম্পন্ন করেছে। অস্ট্রেলিয়ানদের দেশ ছাড়তে দেওয়ার জন্য এই স্টেটটি ‘টেস্ট-বেড’ হয়ে উঠতে পারে। সবার আগে সেখানেই পর্যটকদের ভ্রমণের বিষয়ে অনুমতি আসতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বার্মিংহাম।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ