জার্মানি থেকে অ্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ৯২ হাজার ডোজ করোনার টিকা দেশে পৌঁছেছে। শনিবার বিকাল ৫টা ১০ মিনিটে টিকাগুলো নিয়ে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
স্বাস্থ্য অধিদফতরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক জানান, শনিবার বিকালে জার্মানি থেকে কাতার এয়ারওয়েজের মাধ্যমে অ্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ৯০ হাজার ডোজ টিকা দেশে পৌঁছেছে।
বিডি প্রতিদিন/আরাফাত