থাইল্যান্ডে এবার করোনা মহামারির মধ্যে ভ্রমণ শর্ত সহজ হলো। জানা গেছে, শর্ত সাপেক্ষে দেশটিতে বিদেশি নাগরিকদের কোয়ারেন্টইনের মেয়াদ ১৪ দিনের পরিবর্তে ৭ দিন করা হয়েছে। থাইল্যান্ডের জনস্বাস্থ্য মন্ত্রণালয় ও দ্য সেন্টার ফর কোভিড-১৯ সিচুয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (সিসিএসএ) নতুন এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
বলা হয়েছে, থাইল্যান্ড ভ্রমণের জন্য ১ অক্টোবর থেকে কার্যকর হওয়া স্যান্ডবক্স স্কিম ও কোয়ারেন্টইনের সময়ের ক্ষেত্রেও কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ঢাকায় থাই দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন সিদ্ধান্ত অনুসারে বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের নাগরিক স্যান্ডবক্স স্কিমের আওতায় থাইল্যাণ্ডে ঢুকতে পারবেন। এ ক্ষেত্রে অন্তত ১৪ দিন আগে থাই কর্তৃপক্ষের অনুমোদিত টিকা নেওয়া ভ্রমণকারীদের ৭ দিনের কোয়ারেন্টইনে থাকতে হবে। ত
বে যারা টিকা নেননি কিংবা পূর্ণ ডোজ টিকা নেননি তাদের কোয়ারেন্টইনের মেয়াদ হবে ১০ দিন। এছাড়া অভিভাবকদের পুরো ডোজ টিকা নেওয়া থাকলেও টিকা না নেওয়া ১৮ বছর বয়সের নিচের শিশুদের ক্ষেত্রেও কোয়ারেন্টইনের একই মেয়াদ কার্যকর হবে বলেও জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক