২৫ জানুয়ারি, ২০২২ ১২:০৩

রামেকে ৩১৩ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৩ জনের

অনলাইন ডেস্ক

রামেকে ৩১৩ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৩ জনের

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনাই ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৩১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। 

রামেক সূত্রে জানা গেছে, রামেক হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ১৭৭ জনের নমুনা পরীক্ষায় ৯৯ জনের করোনা ধরা পড়ে। অপরদিকে মেডিকেল কলেজের ল্যাবে মোট ৪৬৪ জনের নমুনা পরীক্ষায় ২১৪ জনের করোনা ধরা পড়ে।

রামেকের দুই ল্যাবে মোট ৩১৩ জন করোনায় আক্রান্ত হন। এর মধ্যে রাজশাহীর ৩০৪ জন। গত ২৪ ঘণ্টায় রামেকে করোনায় মারা গেছেন তিনজন। এর মধ্যে একজন রাজশাহীর ও বাকি দুজন চাপাইনবাবগঞ্জের বাসিন্দা।

এদিকে রামেকের করোনা পর্যালোচনায় শনাক্তের হার ৫৫ দশমিক ৭৮ শতাংশ। এর আগে রাজশাহীতে শনাক্তের হার ছিল ৬০ দশমিক ৪৯ শতাংশ।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, গতদিনের তুলনায় আজ সংক্রমণ হার কম। তবে শনাক্ত হয়েছে বেশি। মূলত যতবেশি টেস্ট হবে, ততবেশি শনাক্ত হবে। 

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

সর্বশেষ খবর