৬ আগস্ট, ২০২২ ১৩:৩১

ভারতে একদিনে করোনা আক্রান্ত প্রায় সাড়ে ১৯ হাজার

অনলাইন ডেস্ক

ভারতে একদিনে করোনা আক্রান্ত প্রায় সাড়ে ১৯ হাজার

প্রতীকী ছবি

ভারতে দিনকয়েক করোনার দৈনিক সংক্রমণ খানিকটা নিয়ন্ত্রণে থাকলেও শুক্রবার সেই গ্রাফটা পেরিয়ে গিয়েছিল ২০ হাজারের উপরে। গত ২৪ ঘণ্টায় অবশ্য সামান্য কমল সংক্রমণের হার। স্বস্তি দিচ্ছে নিম্নমুখী অ্যাকটিভ কেসও।

শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৪০৬ জন। গতকাল যে সংখ্যাটা ছাড়িয়েছিল ২০ হাজার ৫০০-র গণ্ডি।

সংক্রমণের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় খানিকটা কমেছে অ্যাকটিভ কেসও। ভারতে সক্রিয় রোগী বর্তমানে ১ লাখ ৩৪ হাজার ৭৯৩ জন। গোটা দেশে অ্যাকটিভ কেসের হার ০.৩১ শতাংশ।

এছাড়া ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪৯ জন। ভারতে এখন পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লাখ ২৬ হাজার ৬৪৯।

তবে এসবের মাঝে মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরাই। পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত দেশে ৪ কোটি ৩৪ লাখ ৬৫ হাজার ৫৫২ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সুস্থতার হার ৯৮.৫০ শতাংশ।

বিডি প্রতিদিন/এমআই

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর