রাইডারদের মাঝে প্রচার ও যাত্রীদের উন্নত সেবা প্রদানকে প্রাধান্য দিতে রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত টোকিও স্কয়ার কনভেনশন সেন্টারে মাসের সেরা রাইডারকে পুরস্কৃত করেছে সহজ রাইডস।
যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিৎ করার ভিত্তিতে অসংখ্য রাইডারদের মধ্য থেকে মো. সাইদুল আলমকে ‘টপ রাইডার অব সেপ্টেম্বর ২০১৮’ হিসেবে স্বীকৃতি দেয়াসহ তাকে ১,৫০,০০০ টাকা পুরস্কার প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, মাসব্যাপি ‘লাখপতির চেয়েও বেশি’ ক্যাম্পেইনের আওতায় ‘টপ রাইডার অব সেপ্টেম্বর ২০১৮’-কে নির্বাচিত করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন