দিনাজপুর শহরের জোড়া ব্রিজে অবস্থিত বন্ধন কমিউনিটি সেন্টারে আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে ৪ দিনব্যাপী ‘সিঙ্গার ফার্নিচার মেলা’। নির্দিষ্ট সিঙ্গার ফার্নিচারে আকর্ষণীয় ডিসকাউন্ট সুবিধার পাশাপাশি ওয়ারেন্টি ও কিস্তি-সুবিধাও দিচ্ছে প্রতিষ্ঠানটি।
মেলায় আগ্রহী ক্রেতারা সর্বোচ্চ ২০% পর্যন্ত ডিসকাউন্ট সুবিধায় সিঙ্গার ফার্নিচার ক্রয় করতে পারবেন। মাত্র ১১,৫০০ টাকায় বেড, মাত্র ১২,০০০ টাকায় কাপ-বোর্ড, মাত্র ২২,৫০০ টাকায় সোফাসেট, মাত্র ২২৫০০ টাকায় ডাইনিং সেট ও মাত্র ২৯,০০০ টাকায় বেডরুম সেট পাওয়া যাবে।
৪ দিনব্যাপি এই মেলায় আরও থাকছে শিশুদের ছবি আঁকা প্রতিযোগিতা ও কিচেন অ্যাপ্লায়েন্সের ব্যবহারিক প্রদর্শনী।
উল্লেখ্য, আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হয়ে মেলাটি চলবে আগামী ১৯ অক্টোবর। ৪ দিনব্যাপি এই মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
বিডি-প্রতিদিন/১৬ অক্টোবর, ২০১৮/মাহবুব