এসিআই মটরস লিমিটেড বাংলাদেশে ইয়ামাহা মটরসাইকেল এবং এর খুচরা যন্ত্রাংশের এক মাত্র ডিস্ট্রিবিউটর। এ সি আই স্বনামধন্য কোম্পানির একটি সহায়ক প্রতিষ্ঠান এ সি আই মটরস। বর্তমানে সারাদেশে এর ৩৯ টির ও বেশি থ্রিএস ডিলার পয়েন্ট এবং ২ টি এ সি আই ফ্ল্যাগশিপ সেন্টার রয়েছে।
২৬ ও ২৭ অক্টোবর, ২০১৮ প্রভাতী স্কুল মাঠ, মুহসিন কলেজ লেন, খালিশপুর, খুলনা তে অনুষ্ঠিত হচ্ছে এ সি আই মোটরস আয়োজিত ইয়ামাহা রাইডিং ফিয়েস্তা। দুই দিনব্যাপী এই অনুষ্ঠানের পুরোটা জুড়েই বাইকার ও বাইক লাভারদের জন্য থাকছে নানা আয়োজন। দুপুর ২.৩০ টা থেকে অনুষ্ঠানের গেট বাইকারদের জন্য উন্মুক্ত করা হবে। বাইকপ্রেমীদের জন্য নানা আয়োজনের মাঝে থাকবে টেস্ট রাইড, জিমখানা সেফটি রাইডিং এবং আরও নানা আকর্ষণীয় আয়োজন।
টেস্ট রাইড এবং জিমখানা রাইডিংয়ে আপনার অংশগ্রহণ নিশ্চিত করতে এখনই রেজিস্ট্রেশন করুন নিচের দেয়া লিংকে।
লিংকঃ http://bit.ly/2CvP8ol
খুলনার Rins Consortia, যশোরের M/S Khan Auto এবং সাতক্ষীরার Prestige Auto তে টেস্ট রাইড এবং জিমখানা রাইডিং এর রেজিস্ট্রেশন করা যাবে।
ইভেন্ট চলবে ২৬ এবং ২৭ অক্টোবর ২০১৮ প্রতিদিন দুপুর ২:৩০ থেকে রাত ৯:০০ টা পর্যন্ত।
টেস্ট রাইড এবং জিমখানা রাইডিংয়ে অনলাইন এবং ডিলার পয়েন্টে রেজিস্ট্রেশনকারীদের জন্য থাকছে আকর্ষনীয় টি শার্ট।
জিমখানা রাইডিংয়ের জন্য অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসতে হবে এবং এর জন্য প্রয়োজনীয় রাইডিং দক্ষতা টেস্ট রাইডের মাধ্যমে যাচাই করা নেয়া হবে।
এছাড়াও সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে অংশ নেবেন দেশসেরা সেলিব্রিটিরা। এরই মাধ্যমে বাংলাদেশের কোন বাইক কোম্পানি খুলনায় প্রথম বারের মত বাইকারদের নিয়ে এত বড় কোন অনুষ্ঠান এর আয়োজন করছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন