বাংলাদেশের বাজারে কৃষি যন্ত্রপাতির বৃহত্তম পরিবেশক এসিআই মটরস আনুষ্ঠানিকভাবে কোবেলকো এক্সকেভেটর বিক্রি ও বিক্রয়োত্তর সেবা প্রদান শুরু করেছে। এসিআই মটরস'র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জনাব ড. এফ. এইচ আনসারী এবং কোবেলকো কনস্ট্রাকশন ইকুইপমেন্ট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জনাব নাকাগাওয়া কোজি গত ২৩ অক্টোরবর এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। রাজধানীর লো মেরিডিয়ান হোটেলে আয়োজতি এক অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে এসিআই মটরস'র নির্বাহী পরিচালক জনাব সুব্রত রঞ্জন দাস, কোবেলকোর উপদেষ্টা (ভারত ও দণি এশিয়া) জনাব বিক্রম শর্মা, হেড অব সেলস এন্ড মার্কেটিং জনাব রাজেস কাপুরসহ দুটি প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উচ্চ প্রযুক্তির, দীর্ঘস্থায়ী এবংউচ্চ কার্যকারিতা সম্পন্ন ভারতের কোবেলকো এক্সকেভেটর নং-১ ব্র্যান্ড। জাপানের নির্মাণ কাজে ব্যবহৃত হয় এমন যন্ত্রাংশ প্রস্তুতকারক (কেসিএম) কোম্পানি কোবেলকোর একটি সহযোগী প্রতিষ্ঠান কেসিইআই, যা সারা বিশ্বের এক্সকেভেটর প্রস্তুতকারী প্রথমসারির ৪টি প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম।
জ্বালানি স্বাশ্রয় এবং উচ্চ উৎপাদনশীলতার কারণে কেবেলকো এক্সকেভেটর বিশ্বব্যপি পরিচিত, যা তাকে এই খাতের লিডিং এ তুলে এনেছে। এসিআই মটর এখন থেকে দেশের বাজারে কোবেলকো এক্সকেভেটর বিক্রি করবে এবং বিক্রোয়োত্তর সেবা প্রদান করবে।
একই সাথে এসিআই মটরস বাংলাদেশের বাজারে সবচেয়ে বড় কৃষি যন্ত্রপাতির পরিবেশক যারা সব ধরণের কৃষি যন্ত্রপাতি, এক্সকেভেটরসহ নানা নির্মাণ যন্ত্র, হুইল লোডার, সয়েল কম্পেকটর এবং পিএনসি ক্রেইন (চহঈ ঈৎধহব) সরবরাহ করছে দেশের অবকাঠামোগত উন্নয়নের প্রোপটে। বাংলাদেশে এসিআই মটরস ইয়ামাহা মটরসাইকেল এবং ফুটন গাড়ির বাণিজ্যিক পরিবেশক। ব্যবসায়ের এসব জায়গায় বিক্রোয়োত্তর সেবা প্রদানে এসিআই মটরস ইতোমধ্যেই ক্রেতাদের কাছে বেশ জনপ্রিয়। একই সঙ্গে নতুন এই চুক্তির মাধ্যমে কোবেলকোর সহায়তায় এসিআই মটরস দেশের অবকাঠামোগত উন্নয়নে উচ্চ মানের এবং বিশ্বাসযোগ্য পণ্য এবং বিক্রয়োত্তর সেবা প্রদান করে সহযোগী হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার