‘সিম্ফনি মেগা ধামাকা অফারে’ সিম্ফনি আই৬০ স্মার্টফোন কিনে নেপালের টিকেট জিতে নিয়েছেন মিরপুরের আরিফুর রহমান। নারায়ণগঞ্জ এর মিসেস শীতল নেপালের টিকেট পান আই১০ প্লাস হ্যান্ডসেটটি কিনে এবং ময়মনসিংহের বিজয় বর্মণ নেপালের টিকেট পান আই৬০ হ্যান্ডসেট কিনে এছাড়াও রংপুরের নুরুজ্জামান এবং ঢাকা মোহাম্মদপুর এর মিজানুর রহমান ব্যাংকক এর টিকেট পান আই১০ প্লাস এবং আই৬০ হ্যান্ডসেট কিনে।
কলকাতার টিকেট বিজয়ী হোন গাজীপুরের ফরহাদ হোসেন এবং এবং উত্তরার রফিকুল ইসলাম আই৭৫ হ্যান্ডসেট টি কিনে।
সিম্ফনি মেগা ধামাকা অফারে প্রথম সপ্তাহের (১৬ অক্টোবর–২২ অক্টোবর) এয়ার টিকেট বিজয়ীদের মধ্যে টিকেট তুলে দেন সিম্ফনির ম্যানেজিং ডাইরেক্টর জাকারিয়া শাহিদ। এসময় সিম্ফনির অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা