দেশে তৈরি আরেকটি সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন বাজারে ছাড়লো প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। যার মডেল ‘প্রিমো ইএমটু’। আকর্ষণীয় ডিজাইনের মেটাল বডির নীল এবং কালো রঙের ফোনটির দাম মাত্র ৪ হাজার ৫৯৯ টাকা।
ওয়ালটন সেল্যুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, ৪.৯৫ ইঞ্চির ফুল ভিউ ডিসপ্লের ফোনটিতে আছে ১.৩ গিগাহার্জ কোয়াডকোর প্রসেসর, ১ গিগাবাইট ডিডিআরথ্রি র্যাম, মালি-টি৮২০ গ্রাফিক্স, ২৯৩০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, উভয় পাশে বিএসআই সেন্সরযুক্ত ৫ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৮ গিগাবাইট স্টোরেজ, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেমে পরিচালিত ডুয়াল সিমের স্মার্টফোনটিতে এক বছরের রেগুলার ওয়ারেন্টির ছাড়াও ৩০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ১০১ দিনের প্রায়োরিটি বিক্রয়োত্তর সেবা পাবেন ক্রেতা।
বিডি প্রতিদিন/হিমেল