চালকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশে উবার চালু করেছে ‘ড্রাইভার সেফটি টুলকিট’। এটি উবার অ্যাপের একটি নতুন ফিচার যার মাধ্যমে অ্যাপের সকল নিরাপত্তা ফিচারগুলো চালকরা ব্যবহার করতে পারবেন।
রবিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিটি রাইড যেন সবার জন্য নিরাপদ হয় সেটা নিশ্চিত করার লক্ষ্যে উবার অ্যাপের জিপিএস ট্র্যাকিং, এমার্জেন্সি বাটন ও অন্যান্য সকল নিরাপত্তা ফিচারগুলো একত্রে পাওয়া যাবে এই টুলকিটে।
এই টুলকিটের উদ্বোধনের বিষয়ে উবার বাংলাদেশ-এর লিড জুলকার কাজী ইসলাম বলেন, চালকরা উবারের কেন্দ্রবিন্দু। ড্রাইভার সেফটি টুলকিটে এমার্জেন্সি বাটন এবং ‘শেয়ার ট্রিপ ফিচার’ চালু করার মাধ্যমে চালকদের নিরাপত্তা নিশ্চিতে আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যাক্ত হলো।
তিনি আরও বলেন, গত দুই বছরে আমাদের লক্ষ্য ছিল এমন সার্ভিস তৈরি করা, যা সব উবার যাত্রী ও চালকদের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুরক্ষা নিশ্চিত করবে। চালক ও যাত্রীরা যেন নিরাপদ থাকেন এবং একে অপরের সাথে যুক্ত থাকেন সেটা নিশ্চিত করার পরবর্তী ধাপই এই টুলকিট।
উল্লেখ্য, এর আগে যাত্রীদের জন্য সেফটি টুলকিট চালু করেছিল উবার।