সম্প্রতি সাড়া জাগানো গ্যালাক্সি এস১০ সিরিজের ডিভাইসগুলো দেশের বাজারে নিয়ে এসেছে স্যামসাং বাংলাদেশ। ফ্ল্যাগশীপ এই ডিভাইসটির জন্য এখন পর্যন্ত ৩০০০-এর বেশি মানুষ প্রি-অর্ডার করেছে। স্যামসাং সবসময় তাদের ডিভাইসে নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করে। এবারও এর ব্যাতিক্রম হয়নি। ডিভাইসটির আকর্ষনীয় ফিচারের মধ্যে এর ডিসপ্লে উল্লেখযোগ্য।
প্রতিবছর প্রতিষ্ঠানটি মুখিয়ে থাকে স্মার্টফোনপ্রেমীদের অভিনব কিছু দেয়ার। সেই ধারাবাহিকতায় এবারের এস সিরিজের ফোনে এইচডিআর১০+ ডিসপ্লে, পাঞ্চ-হোল ফ্রন্ট ক্যামেরা, ওয়্যারলেস পাওয়ার শেয়ার এবং আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের মতো অত্যাধুনিক সব ফিচার যুক্ত করেছে দক্ষিণ কোরিয়াভিত্তিক এই প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানটি।
গ্যালাক্সি এস১০ সিরিজের ফোনে বিশ্বের প্রথম এইচডিআর১০+ ডিসপ্লে যা স্মার্টফোনের ভিউইং এক্সপেরিয়েন্সকে নিয়ে যাবে অনন্য উচ্চতায়। এর ডাইনামিক এসঅ্যামোলেড এবং ইনফিনিটি-ও ডিসপ্লে ব্যবহারকারীকে দেবে স্মার্টফোন ব্যবহারের সর্বোচ্চ অভিজ্ঞতা।
এসডি, এইচডি, ফুলএইচডি এমনকি কিউএইচডি ছাড়িয়ে এইচডি১০+ ডিসপ্লে দেবে সবচেয়ে নিখুঁত ও স্বচ্ছ ভিউইং এক্সপেরিয়েন্স। ছবি, ভিডিও এবং গেমিং কন্টেন্টগুলো প্রতিনিয়ত সর্বোচ্চ রেজ্যুলেশনের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু এগুলো দেখার মতো মানসম্মত ডিভাইস বাজারে নেই।
ভিডিও ষ্ট্রিমিং সেবাদাতা প্রতিষ্ঠান যেমন- নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, এইচবিও, ইউটিউবের ভিডিওগুলো এখন সর্বোচ্চ রেজ্যুলেশনের হয়ে থাকে। এগুলোর আসল ভিউইং এক্সপেরিয়েন্স নিতে প্রয়োজন উপযোগী ডিভাইস। ডিসপ্লেতে সর্বাধুনিক প্রযুক্তি দিলেই কিন্তু সব শেষ না, এর সঙ্গে প্রয়োজন শক্তিশালী প্রসেসর, জিপিউ এবং কার্যকরী র্যাম ও রমের সমন্বয়, যা গ্যালাক্সি এস১০ ডিভাইসে সত্যিকার অর্থে পাওয়া যাবে। এ
ছাড়া চোখের যেনো ক্ষতি না হয় সে জন্যে গ্যালাক্সি এস১০ সিরিজের ডিসপ্লেতে ক্ষতিকারক ব্লুলাইট ৪২% কমিয়েছে স্যামসাং। অন্যদিকে, গেমারদের নজর থাকে ডিভাইসের প্রসেসর ও জিপিউ’র সমন্বয় ঠিকমতো হচ্ছে কিনা, যাতে করে গেমিং-এর অন্তর্নিহিত উপভোগ্য বিষয়গুলোর অভিজ্ঞতা নেয়া যায়।
গ্যালাক্সি এস১০ সিরিজের ফোনে এইচডিআর১০+ সমৃদ্ধ ডিসপ্লে সেসব গেমারদের চাহিদা মেটাতে পারবে বলে বিশ্বাস করে স্যামসাং। ফলে গেম ডেভলপারদের জন্য ভিজ্যুয়ালের কন্টেন্টের ক্ষেত্রে আরো নিখুঁত কাজ করার সুযোগ তৈরি করে দিয়েছে স্যামসাং।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর