ব্যাংকার্স ক্লাব রাজশাহীর উদ্যোগে আয়োজিত ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট-২০১৯ এ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক লিমিটেড। শনিবার রাজশাহীর বাংলাদেশ ব্যাংক মাঠে অনুষ্ঠিত ফাইনালে ব্র্যাক ব্যাংকে ৩৭ রানে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মত ট্রফি জিতে নেয় রূপালী ব্যাংক।
১৫ ওভারের খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৬৫ রান করেন রূপালী ব্যাংকের কর্মকর্তারা। জবাবে পুরো ১৫ ওভার ব্যাট করে ৯ উইকেটে ১২৮ রানে থামে ব্রাক ব্যাংক।
টুর্নামেন্টে প্রধান অতিথি থেকে ট্রফি বিতরণ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম আব্দুস সোবহান। অন্যানের মধ্যে বাংলাদেশ ব্যাংক রাজশাহীর নির্বাহী পরিচালক মনোজ কুমার বিশ্বাস, রাজশাহীস্থ প্রায় সকল ব্যাংকের মহাব্যবস্থাপক, বিভাগীয় প্রধান, অঞ্চল প্রধান, শাখা প্রধান, নির্বাহী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম