দেশের শিল্প-বাণিজ্যকে বৈশ্বিক পরিবর্তনের সাথে এগিয়ে নিতে ব্যবসায় বিপণন পেশাজীবিদের দক্ষতা উন্নয়নে জোর দিতে ব্যবসায় প্রতিষ্ঠানগুলোকে আহবান জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন। আজ শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে বিপণন পেশাজীবিদের এক সম্মেলনের উদ্বোধনের সময় বিপনণ খাতের পেশাজীবিদের আন্ত:ব্যক্তিক সম্পর্ক উন্নয়নের উপরও জোর দেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন।
শিল্পমন্ত্রী বলেন, প্রযুক্তিগত পরিবর্তনের সাথে সাথে বৈশ্বিক বিপণন কৌশলে আধুনিকায়ন হচ্ছে। প্রথাগত বাণিজ্য কৌশলে নতুন গ্রাহকদের কাছে পণ্য পৌঁছানো কঠিন হয়ে পড়বে যদি না বিপণন পেশাজীবিদের ‘সময়োপযোগী দক্ষতা’ উন্নয়ন না হয়।
দেশের ব্যবসায় শিক্ষায় উদ্ভাবনী বিপণন বিষয়কে গুরুত্ব দিতে শিক্ষার্থীদের সাথে শিল্প প্রতিষ্ঠানের সংযোগ বাড়াতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি অনুরোধ রাখেন নুরুল মজিদ হুমায়ুন।
আয়োজকরা জানান, বাণিজ্যে বিপণনের পেশাজীবী এবং শিক্ষক, শিক্ষার্থীদের মধ্যে অভিজ্ঞতা এবং জ্ঞান বিনিময়ের মাধ্যমে মেলবন্ধন তৈরি করতেই দিনব্যাপী আয়োজনে দশ হাজার মানুষের সমাগম ঘটবে বাংলাদেশ মার্কেটিং ডে উদযাপনে।
এর আগে বৃহস্পতিবার সকল স্নাতক শিক্ষা প্রতিষ্ঠানে মার্কেটিং বিভাগের উদ্যোগে ‘ভোক্তাই প্রথম’ শিরোনামে দেশজুড়ে এ উদযাপন শুরু হয়। বাংলাদেশ মার্কেটার ইনস্টিটিউটের আয়োজনে দেশের ব্যবসায় বিপনণ খাতের শিক্ষক, ছাত্র এবং পেশাজীবিদের অংশগ্রহণে দ্বিতীয় বারের মত উদযাপিত হচ্ছে বাংলাদেশ মার্কেটিং ডে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান বলেন, দেশের বিপনণ খাতে সংশ্লিষ্ট সবার জন্য ‘মার্কেটিং ডে’ বড় উদযাপন হিসেবে পরিচিত পেয়েছে। আয়োজক পরিষদের সদস্য সচিব শরিফুল ইসলাম দুলু বলেন, দেশের বিপণন খাতে জড়িত ৪৫ লক্ষ মানুষের মাঝে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পেশাগত উৎকর্ষ অর্জনের জন্যই ‘মার্কেটিং ডে’।
বাংলাদেশ মার্কেটিং ডে উদযাপনের প্রধান পৃষ্ঠপোষক ইগলু, মেঘনা গ্রুপ, নগদ এবং পুষ্টি। অন্যান্য সহযোগীদের মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, মার্কটেল, বাংলাদেশ ব্রান্ড ফোরাম ও ব্যাকপেইজ পিআর।
বিডি-প্রতিদিন/শফিক