সম্প্রতি ভারতের হরিয়ানায় অনুষ্ঠিত কুইন্স ইলেভেন উইমেন্স ক্রিকেট লীগে চ্যাম্পিয়ন হয়েছে রূপালী ব্যাংক নারী ক্রিকেট টীম।
গত ২৭ থেকে ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত টুর্নামেন্টে স্বাগতিক ভারত, শ্রীলংকা ও বাংলাদেশের মোট আটটি দল অংশগ্রহন করে। টুর্নামেন্টে রূপালী ব্যাংক মহিলা ক্রিকেট দল বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। প্রতিযোগিতায় নিজেদের সবগুলো ম্যাচে বিজয়ী হয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় রূপালী ব্যাংক নারী ক্রিকেট দল।
ফাইনালে ভারতের রাজস্থানকে ৯ উইকেটে হারায় রূপালীর প্রমিলারা। টসে জিতে প্রথমে ব্যাটিং করে সবকটি উইকেট হারিয়ে রাজস্থান ১৯.২ ওভারে ৮১ রান করে। রূপালী ব্যাংক মাত্র ১ উইকেট হারিয়ে ১৫.৩ ওভারে জয় তুলে নেয়।
রূপালী ব্যাংকের মন্টি ৪১ রান করে ম্যান অব দ্যা ম্যাচ হয়। টুর্নামেন্টের সেরা বোলার নির্বাচিত হন রূপালী ব্যাংকের আশা।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ