জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট (বিপিআই)-এর উদ্যোগে "এলপিজি সিলিন্ডারের সঠিক ব্যবহার ও নিরাপত্তা" শীর্ষক প্রশিক্ষণ এর আয়োজন করা হয়।
বৃহঃস্পতিবার ( ৩ অক্টোবর) রাজধানীর উত্তরায় অবস্থিত বিপিআই-এর মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। প্রথমবারের মতো বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে বসুন্ধরা এল পি গ্যাস লিঃ প্রশিক্ষণে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এর সিনিয়র সচিব মহোদয় জনাব আবু হেনা মোঃ রহমাতুল মুনিম। তিনি সকাল ৯:৪৫ মিনিটে প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনে আরও উপস্থিত ছিলেন মাহবুবা ফারজানা (পরিচালক, প্রশাসন ও প্রশিক্ষণ, বাংলাদেশ পেট্রোলিয়াম ইন্সটিটিউট), মোঃ সামসুল আলম (প্রধান বিস্ফোরক পরিদর্শক, বিস্ফোরক পরিদপ্তর, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়), ড. মো. আব্দুল হান্নান (বিস্ফোরক পরিদর্শক, বিস্ফোরক পরিদপ্তর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়), ক্যাপ্টেন শেখ এহসান রেজা (অবঃ) (মানবসম্পদ প্রধান, সেক্টর-এ, বসুন্ধরা গ্রুপ), জেড এম আহমেদ প্রিন্স (হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট, সেক্টর-এ, বসুন্ধরা গ্রুপ), জাকারিয়া জালাল (জিএম, সেলস, বসুন্ধরা এল পি গ্যাস লিঃ)।
মোঃ সামসুল আলম, ড. মো. আব্দুল হান্নান এবং প্রকৌশলী জাকারিয়া জালাল আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করেন। প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণার্থী হিসেবে ছিলেন বসুন্ধরা এল পি গ্যাসের বিপণন, প্রকৌশলী এবং বিতরণ বিভাগের কর্মকর্তাগণ।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ