পরিচ্ছন্নতা একজনের ব্যক্তিত্বের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হওয়া উচিৎ। পরিচ্ছন্নতার বিষয়ে সুস্পষ্ট ধারণা দিতেএবং দেশের নাগরিকদেরকে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করতে বিভিন্ন গণমাধ্যমে তারকাদেরকে সাথে নিয়ে নিয়মতান্ত্রিক ও সংগতিপূর্ণ প্রচারণা অব্যাহত রাখার মাধ্যমে ‘ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ’ ক্যাম্পেইনটি সারাদেশের মানুষের মাঝে আলোড়ন সৃষ্টি করেছে।
ভবিষ্যত প্রজন্মের জন্য পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই প্রোগ্রামটি তরুণ সমাজকে সাথে নিয়ে পরিচ্ছন্নতা বিষয়ে অসেচতনতার ফলে সৃষ্ট সামাজিক বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধান করতে বিভিন্ন ক্যাম্পেইন পরিচালনা করে চলেছে।
এরকম কর্মকাণ্ড তরুণদেরকে পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতন হতে এবং সকলকে সে বিষয়ে অবগত করতে উৎসাহিত করছে। এছাড়াও, তরুণদেরকে দেশ, মাটি ও চারপাশ পরিচ্ছন্ন রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হতে বাংলাদেশ স্কাউটস ও ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ একত্রিত হয়ে শুরু করেছে ‘পরিচ্ছন্নতার অঙ্গীকার’ নামক একটি নতুন ক্যাম্পেইনের।
লেখক: নাদরিন পার্সা
বিডি প্রতিদিন/ফারজানা