বাংলা লোকসংগীতে নতুন প্রতিভা অন্বেষণে সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে ‘ম্যাজিক বাউলিয়ানা ২০১৯ তৃতীয় সিজন’। দেশের তরুণ প্রজন্মকে এবং বিশ্বমঞ্চে বাংলা লোকগানের চিরন্তন আবেদনের সাথে পরিচয় করানোর উদ্দেশ্যেই এই রিয়েলিটি শো।
বাংলাদেশের সবচেয়ে বড় ফোক রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’র তৃতীয় আসরে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন সারাদেশের ৪২ হাজারেরও বেশি প্রতিযোগী। প্রথম অডিশন রাউন্ড অনুষ্ঠিত হলো ৪ অক্টোবর চট্টগ্রামের দামপাড়ায় বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ে। দিনভর অসংখ্য প্রতিযোগীদের গান শুনে বিচারকার্য করেছেন বিচারক হিসেবে ঢাকা থেকে অণিমা মুক্তি গোমেজ, আজাদ দেওয়াম মুক্তি, স্বপ্না রায়, খগেন্দ্রনাথ ঠাকুর। আর চট্টগ্রাম থেকে বিচারক ছিলেন কল্যাণী ঘোষ এবং আবদুর রহিম।
সকল প্রতিযোগীর গান-সুর, তাল-লয়, উপস্থাপন, ভঙ্গিমা ইত্যাদি বিভিন্ন বিষয়ে বিশ্লেষণ করে বিচারকরা অডিশন এবং সিলেকশন রাউন্ড থেকে ঢাকা আসার ম্যাজিক কার্ড প্রদান করেন তিনজন শিল্পীকে। তারা হলেন প্রসান্ত দাস,নয়ন শীল এবং বিধান দাস।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ