বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড ২০১৯ পেল ‘এরিনা ফোন বিডি লিমিটেড’। প্রতিষ্ঠানটির রিচ ফ্লিট পণ্যটি ইন্ডাস্ট্রিয়াল ট্রান্সপোর্ট ক্যাটাগরিতে সেকেন্ড রানারআপ হয়েছে।
শনিবার রাজধানীর রেডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) উদ্যোগে ৩য় বারের মতো এই ‘বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০১৯’ এর আয়োজন করা হয়।
এ আয়োজনে যারা বিজয়ী হয়েছেন সে সব প্রতিষ্ঠান অ্যাপিকটা অ্যাওয়ার্ডসে বাংলাদেশের প্রতিযোগী হিসেবে মনোনীত হয়েছে। এসময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এরিনা ফোন বিডি লি. এর ব্যবস্থাপনা পরিচালক ফজলে রাব্বি ও অন্যরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/শফিক