টাঙ্গাইল ইয়েস সেন্টার পরিদর্শন ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী জার্মানি ও অস্টোরিয়ার প্রতিনিধি দল ইয়েস সেন্টারের ৮টি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন।
পরে ইয়েস সেন্টার মিলনায়তনে এক সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অস্টোরিয়া হোপ-৮৭ সেক্রেটারি জেনারেল রবাথ অটিশ, জার্মানি ইউ ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ক্লাউডিয়া জুডিথ জার্গার।
সেমিনারে বক্তব্য রাখেন বাসা’র নির্বাহী পরিচালক এ.কে.এম সিরাজুল ইসলাম, হোপ-৮৭ কান্ট্রি রিপ্রেজেনটেটিভ রেজাউল করিমসহ হোপ-৮৭ বাসা’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন