স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্র্যান্ড সুপারমম বেবি ডায়াপার বাংলাদেশে এই প্রথম নিয়ে এসেছে ইনসিওরেন্স সুবিধা। ঝামেলামুক্ত কারণ শুধু মাত্র একটি এসএমএস করেই রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এই ইনসিওরেন্স এর জন্য।
সুপারমম স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর একটি জনপ্রিয় ডায়াপার ব্র্যান্ড এবং এর বড় প্যাক কিনলে আপনি পাবেন পুরো পরিবারের জন্য মাসিক ইনসিওরেন্স সুবিধা যা কিনা সর্বোচ্চ ২০,০০০ টাকা পর্যন্ত।
উল্লেখ্য যে শুরু থেকেই সুপারমম ডায়াপার-এর গুণগত মান দ্রুত বাংলাদেশের মায়েদের আস্থা অর্জন করেছে এবং বর্তমানে দেশের সেরা ডায়াপার ব্র্যান্ডগুলোর মধ্যে তৈরি করে নিয়েছে নিজের স্থান। দারুণ শোষণক্ষমতাসম্পন্ন এই ডায়াপার কমিয়ে আনে শিশুর অসুখের ঝুঁকি এবং নিশ্চিত করে আরামের ঘুম। ইনসিওরেন্স সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন এই লিঙ্কটি - http://squaretoiletries.com/supermom-insurance/.
বিডি প্রতিদিন/ফারজানা