নতুন বছরটিকে আরও আনন্দদায়ক করতে টেকনো নিয়ে এলো এই বছরের সবচেয়ে বড় আকর্ষণীয় অফার।টেকনো মোবাইল তাদের জনপ্রিয় ডিভাইসগুলোতে ২০০০ টাকা পর্যন্তু ডিসকাউন্ট অফার দিচ্ছ। এই অফার শুরু হয়েছে ৭ জানুয়ারি থেকে।
ক্যামন ১২ এয়ারের দাম ১৩% এরও বেশি হ্রাস পেয়ে ১৪,৯৯০ টাকা থেকে ১২,৯৯০ টাকা। স্পর্ক ৪ এর দাম ৮% কমে ১১,৯৯০ টাকা থেকে ১০,৯৯০ টাকা হয়েছে। স্পার্ক ৪ এয়ারের দামও ৮% হ্রাস পেয়েছে - ১০,৪৯০ টাকা থেকে ৯,৪৯০ টাকা।
তাছাড়া স্পার্ক গো ২ জিবি +১৬ জিবি পওয়া যাবে ৭,৬৯০ টাকায় এবং ১ জিবি +১৬ জিবি সংস্করণটি পওয়া যাবে ৬৯০০ টাকায়। অফার চলাকালীন গ্রাহকরা বাংলাদেশের ৬৪টি জেলা জুড়ে যে কোনও টেকনো ব্র্যান্ডের দোকান থেকে হ্যান্ডসেটগুলো হ্রাস মূল্যে কিনতে পারবেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ