করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকার ৩০০ শয্যা হাসপাতালে সন্দেহমূলক করোনাভাইরাস চিকিৎসা সেবা শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এজন্য সর্বাক্ষণিক একজন ডাক্তার নিয়োগসহ কোয়ারেন্টাইন (সংক্রমণ রোধে কোনো একটি স্থানে আবদ্ধ করে রাখা) কক্ষও রাখা হয়েছে।
হাসপাতালে বহিঃ বিভাগ ২য় তলার পশ্চিম পাশের ২০৯/২ নম্বর কক্ষটিকে সন্দেহমূলক করোনাভাইরাস চিকিৎসা কক্ষ হিসেবে ঘোষণা করে কর্তৃপক্ষ।
অপরদিকে নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে আউটডোর ইউনিট স্থাপন করা হচ্ছে। সর্দি হাচি কাশি ও জ্বর নিয়ে যে সকল রোগী হাসপাতালে আসবে তাদেরকে ওই আউটডোর ইউনিটে চিকিৎসা দিবেন চিকিৎসক।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন