কর্মক্ষেত্রে নিরাপত্তা, তারের নিরাপদ সংযোগ ও নকল তার সনাক্তে করণীয়সহ বিভিন্ন বিষয়ে চুক্তিবদ্ধ ইলেকট্রিশয়ানদের প্রশিক্ষণ দিয়েছে বৈদ্যুতিক তার উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘বিজলী ক্যাবলস’।
সম্প্রতি রাজধানীর বাড্ডায় বিজলী ক্যাবলসের প্রধান কার্যালয়ে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় ৮০ ইলেকট্রিশিয়ানকে প্রশিক্ষণ দেয়া হয়।
বিজলী ক্যাবলসের নির্বাহী পরিচালক এএসএম হাসান নাসির, জেনারেল ম্যানেজার (বিপণন) মাহবুবুল ওয়াহিদ, জেনারেল ম্যানেজার (বিক্রয়) মোস্তাফিজুর রহমান এসময় তাদের কাছে বিজলী ক্যাবলসের কার্যক্রম তুলে ধরেন।
বিডি প্রতিদিন/আরাফাত