পুঁজিবাজারে চলমান ধসের মধ্যে তালিকাভুক্ত প্রথম কোনো ব্যাংক হিসেবে শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ডাচ-বাংলা ব্যাংক। শেয়ারের সূচকে টানা দুই দিনের ধসের পর সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত এই লভ্যাংশের খবর কোনো প্রভাব ফেলতে পারেনি।
আগের ধারাবাহিকতায় এদিনও সূচকে বড় ধসের মধ্য দিয়েই বাজারে লেনদেন শেষ হয়, ডাচ বাংলা ব্যাংকের শেয়ারের দাম কমেছে প্রায় ৯ শতাংশ। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৯৬ দশমিক ৭৫ পয়েন্ট বা চার দশমিক ৯৫ শতাংশ কমে নেমে গেছে ৩ হাজার ৭৭২ দশমিক ৫৫ পয়েন্টে, যা ছয় বছর পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন। ব্যাংকটি ২০১৯ সালে শেয়ারপ্রতি মুনাফা করেছে ৮ টাকা ৬৮ পয়সা, যা আগের বছর ছিল ৮ টাকা ৪০ পয়সা।
বিডি-প্রতিদিন/শফিক