তুমি এক আলোকশিখা, চির অনির্বাণ
শুভ জন্মদিন শেখ মুজিবর রহমান।
১৯২০ সালের এই দিন। হাজার বছরের অন্ধকার ভাঙতে জন্ম নেয় এক আলোকশিশু। যাঁর জন্মের সাথে একটি জাতির ভাগ্যে লেখা হয় মুক্তির সনদ; যার কান্নায় ধ্বনিত হয় যুগ-যুগের পরাধীনতার আর্তনাদ! সারাবিশ্ব দেখেছে, সেই শিশুই একদিন জাতিকে পথ দেখায় মুক্তিচেতনার মশাল হাতে, এনে দেয় স্বাধীনতা!
আজ বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে আমরা সবাই শপথ নিই - চেতনার সেই অবিনশ্বর আলোকশিখা আমরা বয়ে নিয়ে যাবো প্রজন্ম থেকে প্রজন্মে।
শুভ জন্মদিন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বি এস আর এম পরিবারের পক্ষ থেকে তাঁকে স্মরণ করছি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়।
বিডি প্রতিদিন/ফারজানা