বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর নির্দেশনা অনুযায়ী মুজিববর্ষ উদযাপন করল শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড।
১৮ মার্চ গুলশান এভিনিউতে অবস্থিত ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের সামনে সকাল ১০টা থেকে ১০.১০ মিনিট পর্যন্ত ব্যাংকের পরিচালক, নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ মুজিববর্ষের লোগো সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে বঙ্গবন্ধুকে সম্মান প্রদর্শনের জন্য অবস্থান করেন। অবস্থান কর্মসূচির পরবর্তীতে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোঃ সানাউল্লাহ সাহিদ এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. শহীদুল ইসলাম কেক কেটে অনুষ্ঠান উদযাপন করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল বারেক, পরিচালকবৃন্দ খন্দকার শাকিব আহমেদ ও মোহাম্মদ ইউনুছ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও এস. এম. মঈনুদ্দীন চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এম. আখতার হোসেন, মিঞা কামরুল হাসান চৌধুরী ও ইমতিয়াজ ইউ. আহমেদ-সহ ব্যাংকের সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। দেশব্যাপী ব্যাংকের ১৩২টি শাখা ও ২টি উপ-শাখায় একই কর্মসূচি পালিত হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন