ডিজিটাল সার্ভিস প্রোভাইডার প্ল্যাটফর্ম সেবা এক্সওয়াইজেড এর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, '১৭ মার্চ আমাদের সিইও আদনান ইমতিয়াজ হালিম সকল কর্মকর্তা ও কর্মচারীদের বাসা থেকে অফিসের কাজ করার নির্দেশনা দেন'।
প্রেস রিলিজে আরও বলা হয়, করোনা পরিস্থিতিতে সেবা এক্সওয়াইজেড কর্মী তাদের পরিবারদের নিরাপদ রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়ে। সেবা এক্সওয়াইজেড সিইও আদনান ইমতিয়াজ হালিম করোনা পরিস্থিতিতে ইউনিলিভার, গ্রামীণফোন, বাংলা লিংকসহ অন্যান্য প্রতিষ্ঠানের 'ওয়ার্ক ফ্রম হোম' পদক্ষেপের প্রশংসা করেন।
প্রতিষ্ঠানটির প্রায় সব কর্মকর্তা কর্মচারী ইতিমধ্যেই বাসা থেকে অফিসের কাজ করা শুরু করেছে। এর আগে সেবা এক্সওয়াইজেড তাদের সার্ভিস প্রোভাইডারদের জন্য করোনা প্রতিরোধে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করে ও তাদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, হ্যান্ড গ্লোভস, সাবান সরবরাহ করে। প্রতিষ্ঠানটি তাদের ব্যবসায়িক সহযোগীদের মধ্যে অনুরূপ সামগ্রী সরবরাহ করার উদ্যোগ নিয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার