করোনাভাইরাস প্রতিরোধে রাজধানীসহ দেশের কয়েকটি স্থানে পথচারীদের জন্য হাত ধোয়ার কর্মসূচি শুরু করেছে আরএফএল গ্রুপের জনপ্রিয় ওয়াটার ট্যাংক ব্র্যান্ড ‘সেরা’। শনিবার রাজধানীর উত্তরা ও শাহবাগ থেকে এই জনসচেতনতামূলক কার্যক্রম শুরু হয়।
‘সচেতনতা গড়ে তুলি, করোনা ভাইরাস প্রতিরোধ করি’ শিরোনামে সেরা ট্যাংকের এই কর্মসূচি চলবে ৪ এপ্রিল পর্যন্ত। রাজধানী ছাড়াও গাজীপুর ও নারায়নগঞ্জে এ কর্মসূচি করবে সেরা ট্যাংক।
এ বিষয়ে সেরা ট্যাংক এর হেড অব মার্কেটিং ফাহিম হোসেন বলেন, দুটি পিকআপ ভ্যান নিয়ে আমরা রাজধানীর বিভিন্ন স্থানে যাওয়া শুরু করেছি এবং হাত ধুুতে উদ্বুদ্ধ করছি। একই সাথে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আমাদের এ কর্মসূচি চলবে।
সেরা ট্যাংকের প্রধান পরিচালন কর্মকর্তা কাজী রাশেদুল ইসলাম বলেন, করোনাভাইরাস থেকে রক্ষা পেতে বিশেষজ্ঞরা বারবার হাত ধোয়ার পরামর্শ দিচ্ছেন। তাই এ বিষয়ে মানুষের মাঝে সচেতনতা বাড়াতে ও তাদের হাত ধুুতে উদ্বুদ্ধ করতে আমরা এ কর্মসূচি নিয়েছি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম