শীর্ষস্থানীয় ইলেক্ট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ করোনা রোগী ও সেবাপ্রদানকারী ডাক্তার ও নার্সদের বর্ধিত সেবা প্রদানের লক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে (ঢামেক) ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন এবং ইলেক্ট্রিক আয়রন হস্তান্তর করা হয়েছে।
বুধবার হাসপাতাল প্রাঙ্গণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডিরেক্টর, ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন-এর কাছে সিঙ্গার বাংলাদেশের পক্ষ থেকে পণ্যগুলো হস্তান্তর করেন এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, মার্কেটিং কম্যুনিকেশন নাজমুস সাকিব। হস্তান্তর করা পণ্যের মধ্যে রয়েছে ৫টি ওয়াশিং মেশিন, ৫টি মাইক্রোওয়েভ ওভেন এবং ৫টি আয়রন।
করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারনে উদ্ভুত পরিস্থিতিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশে দাঁড়ানোর জন্য সিঙ্গার বাংলাদেশকে ধন্যবাদ জানান ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন।
এ প্রসংগে সিঙ্গার বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জনাব এম এইচ এম ফাইরোজ বলেন, কোভিড-১৯ এর ফলে চলমান দুর্যোগ মোকাবেলায় সিঙ্গার বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টার প্রথম ধাপ ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে সহায়তা করা। আগামী দিনগুলোতে ঢাকা এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোর প্রয়োজনেও পাশে দাঁড়াবে সিঙ্গার বাংলাদেশ।
বিডি প্রতিদিন/হিমেল