শিরোনাম
৭ এপ্রিল, ২০২০ ১৩:০১

জজ ভূঞা গ্রুপের ত্রাণ বিতরণ

অনলাইন ডেস্ক

জজ ভূঞা গ্রুপের ত্রাণ বিতরণ

করোনাভাইরাসের প্রকোপে গোটা পৃথিবী যেন থমকে গেছে। বাংলাদেশেও দিনে দিনে বাড়ছে এই ভাইরাসের প্রকোপ। সারাদেশে চলছে সরকারি ছুটি। গণপরিবহন বন্ধ আর অঘোষিত লকডাউনে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা। এসময় সহযোগিতার হাত বাড়িয়েছে জজ ভূঞা গ্রুপ।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফায়জুর রহমান ভূঞা জুয়েল (সিআইপি) করোনা মোকাবিলায় ১০ হাজার পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তার নিজ এলাকা নরসিংদী জেলাসহ দেশের বিভিন্ন জেলার দরিদ্র অসহায় ১০ হাজার পরিবারের ১ মাসের চাল-ডাল-তেল-নুনসহ খাবারের দায়িত্ব গ্রহণ করেছেন তিনি।

শুধু তাই নয়, ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের জন্য ২ হাজার পিপিই বা পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট, হ্যান্ড স্যানিটাইজার, গ্লাভস ও ওষুধ সামগ্রী বিতরণ করেছেন। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন/ রণক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর