৯ এপ্রিল, ২০২০ ১৮:৫৬

করোনা মোকাবিলায় “বাংলাদেশ স্কাউটস” ও “ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ”

প্রেস বিজ্ঞপ্তি

করোনা মোকাবিলায় “বাংলাদেশ স্কাউটস” ও “ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ”

দেশে করোনাভাইরাসের সংক্রামণ রোধে সরকারের পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে চলছে বাংলাদেশ স্কাউটস। এসব সচেতনতামূলক কাজকে আরও ত্বরানিত করতে বাংলাদেশ স্কাউটসের সাথে যুক্ত হয়েছে ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ। তারই অংশ হিসেবে সম্প্রতি বাংলাদেশ স্কাউটসকে ২০ হাজার ডেটল সাবান প্রদান করেছে তারা।

বর্তমানে দেশের এই ক্রান্তিকালেও মানুষের মাঝে বিভিন্ন সচেতনতার বার্তা ও সহযোগিতা পৌঁছে দিতে একত্রে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া ২০ হাজার সাবান ইতোমধ্যে বাংলাদেশ স্কাউটস দেশের সকল প্রশাসনিক জেলা ও সিটি কর্পোরেশনে পাঠিয়ে দিয়েছে। জেলা ও উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী স্কাউটস সদস্যরা দেশের গরীব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণ করবে। উল্লেখ্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, সুস্থ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে বাংলাদেশ স্কাউটস ও ‘ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ’ ২০১৯ সালের ৪ মার্চ থেকে এক সাথে কাজ করে যাচ্ছে।

এর আগে দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাব ঠেকাতে এবং হোম কোয়ারেন্টাইনকে সফল করতে সরকারের নিদের্শনা অনুযায়ী শিক্ষার্থীদের পাশাপাশি সকলেই যেন বাসায় অবস্থান করে সময়টাকে সঠিক ভাবে কাজে লাগিয়ে নিজের দক্ষতা অর্জনের সুযোগ পায়। সেজন্য বাংলাদেশ স্কাউটস করোনা ভাইরাস প্রতিরোধে অনলাইন প্রশিক্ষণ, কবিতা আবৃত্তি, চিত্রাংকন, বই পড়ার প্রতিযোগিতাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা শুরু করেছে। এছাড়াও “ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ”, “বাংলাদেশ স্কাউটস” ও “ইউএনডিপি” ইতোমধ্যে হ্যান্ডওয়াশ চ্যালেঞ্জ প্রতিযোগিতা শুরু করেছে। যেখানে এখন পর্যন্ত প্রায় ৯০ লক্ষ মানুষ এই হ্যান্ডওয়াশ চ্যালেঞ্জে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এসব প্রতিযোগিদের পুরষ্কারও দেয়া হবে।
 
বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর