মেন’স গ্রুমিং পণ্যের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বাংলাদেশের স্টাইল সচেতন পুরুষদের জন্য ম্যারিকো বাংলাদেশ, স্টুডিও এক্স মেন’স গ্রুমিং ব্র্যান্ডের অধীনে আকর্ষনীয় ডিজাইনে পুরুষদের জন্য নিয়ে এসেছে নতুন ‘ক্লিন অ্যান্ড ফ্রেশ মেন’স সোপ’। আন্তর্জাতিক স্টাইলিং পণ্যের সমাহারগুলোর মধ্যে শ্যাম্পু, ফেসওয়াশ, হেয়ার জেল, পারফিউম স্প্রে ও এখন সর্বশেষ পণ্য হিসেবে যুক্ত হলো এই সাবান।
আন্তর্জাতিক স্টাইলিং এক্সপার্টদের তত্ত্বাবধানে তৈরি নতুন স্টুডিও এক্স ক্লিন অ্যান্ড ফ্রেশ সাবানটি পুরুষদের মেনথলের সজীবতা ও জীবাণু সুরক্ষার জন্য তৈরি করা হয়ছে। ফ্যামিলির সোপ সচেতন পুরুষদের চাহিদা পূরণ করতে পারে না। ভারত ও ভিয়েতনামে প্রচলিত বিশেষ ফর্মূলার সাহায্যে তৈরি হওয়া এই নতুন সাবানটি পুরুষদের দেয় সতেজ ও শীতল অনুভূতি। কারণ, এতে রয়েছে মেনথল। এতে রয়েছে পুরুষালী সুগন্ধি, যা আন্তর্জাতিক সুগন্ধি বিশেষজ্ঞদের দ্বারা ডিজাইন করা হয়েছে।
পণ্যটি ইতোমধ্যে সাধারণ খুচরা দোকানসহ বিভিন্ন সুপার শপ যেমন স্বপ্ন, চালডাল, দারাজ ও অন্যান্য ই-কমার্স প্ল্যাটফর্ম পাওয়া যাচ্ছে। নতুন পণ্যটি সম্পর্কে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড-এর মার্কেটিং ডিরেক্টর অ্যালেন এবেনেজার এরিক বলেন, “তরুণ ও তুলনামূলক সচেতন প্রজন্মের পুরুষরা আগের চেয়ে তাদের চেহারা এবং ব্যক্তিত্ব সম্পর্কে অনেক বেশি সচেতন এবং তাদের নির্দিষ্ট একটি গ্রুমিং চাহিদা তৈরি হয়েছে।”
তিনি আরও বলেন, “পুরুষদের ত্বককে বিবেচনায় নিয়ে এবং আন্তর্জাতিক সুগন্ধি বিশেষজ্ঞদের পরামর্শে বিশেষ ব্যবস্থায় আমরা এই সাবানটি বাজারজাত করতে পেরে আমরা খুবই আনন্দিত।”
বিডি প্রতিদিন/হিমেল