ঢাকা, চট্টগ্রামসহ দেশের সর্বত্র এখন আরও জোরদারভাবে কাজ শুরু করেছে ওভাই ভিটিএস টিম। যানবাহনের নিরাপত্তায় একের পর এক চুরি হওয়া যানবাহন ফিরে পেতে সাহায্য করছে ওভাই ভিটিএস ট্র্যাকারটি।
এমনই এক ঘটনা ঘটেছে মোহাম্মদপুরে। রাত সাড়ে দশটায় মোহাম্মদপুরের ওভাই সিএনজি টিমের সদস্য মোহাম্মদ আহসান হাবিব ওভাই ভিটিএস গ্রাহকের কাছ থেকে ফোন পান। গ্রাহক তাকে নিজের ওভাই ভিটিএস ট্র্যাকার সংযুক্ত সিএনজিটি (ঢাকা মেট্রো-থ, ১৩৭৪-০৩) চুরি হয়ে যাওয়ার কথা জানান।
সিএনজি মালিকের কল পাওয়া মাত্রই ওভাই ভিটিএস ট্র্যাকার রিকভারি টিম দ্রুত ট্র্যাকারের সাহায্যে সিএনজির খোঁজ করা শুরু করেন।
তবে ওভাই মোহাম্মদপুর জোনের সেলস ম্যানেজার মোহাম্মদ নাজমুস সাকিব রিকভারি টিমের পাশাপাশি নিজেও আলাদাভাবে বাইকের মাধ্যমে সিএনজির লোকেশনে পৌঁছানোর চেষ্টা করেন। এসময় সিএনজিটি মিরপুর থেকে শাহবাগের দিকে যাচ্ছিল। সিএনজি মালিক ও রিকভারি টিম তখনও গন্তব্যস্থলে পৌঁছায়নি। সহকর্মী মেহেদী হাসানের সাথে এর মধ্যেই রমনা পার্কসংলগ্ন স্থান থেকে সিএনজিটিকে ধাওয়া করেন মোহাম্মদ নাজমুস সাকিব।
কয়েকবার সিএনজির খুব কাছাকাছি আসতে পারলেও রাস্তায় যানবাহনের প্রচণ্ড ভিড়ের কারণে সিএনজিটিকে থামাতে ব্যর্থ হন তারা। চোর তখনও সিএনজিটি নিয়ে সেগুনবাগিচা ও শাহবাগ এলাকার ভেতরে ঘোরাফেরা করছিল।
ইতিমধ্যে মোহাম্মদপুর সেলস টিমের সদস্য আহসান ও শোয়েব জনাব সাকিব ও মেহেদির কাছে ফোন করেন সিএনজির বর্তমান অবস্থান জানার জন্য। রাস্তায় যানবাহনের ভিড়ের পরিমাণ তখনও অনেকটা বেশি ছিল। এমন সময় নাজমুস সাকিব নিজের কয়েক ফুট দূরেই সিএনজিটিকে দেখতে পান এবং চিৎকার করে থামতে বলেন।
চিৎকার শুনেই চোর দ্রুত সিএনজির গতি বাড়িয়ে দিয়ে পালানো শুরু করে। তবে খুব দ্রুতই ভয় পেয়ে প্রেসক্লাবের সামনে সিএনজি ফেলে পালিয়ে যায় সে।
সিএনজি মালিক ও রিকভারি দলও প্রায় একইসময়ে উক্ত স্থানে এসে পৌঁছায়। ওভাইয়ের মোট তিনটি দল এসময় সিএনজিটিকে ধাওয়া করলেও পুরো প্রক্রিয়ায় নাজমুস সাকিব, সিএনজি মালিক, রিকভারি টিম এবং কল সেন্টার-সবাই সক্রিয়ভাবে সিএনজি ট্র্যাক করতে সাহায্য করেন। অবশেষে রাত দেড়টার দিকে দিকে হারানো সিএনজি উদ্ধার করা সম্ভব হয়।
উল্লেখ্য, ওভাই ভিটিএস ট্র্যাকারের মাধ্যমে সিএনজি উদ্ধারের এটি তৃতীয় ঘটনা। ইতিপূর্বে চট্টগ্রামের গরীবুল্লাহ শাহ মাজার এবং ঢাকার বনানী ১১ থেকে হারিয়ে যাওয়া সিএনজিকে ওভাই ভিটিএস ট্র্যাকারের মাধ্যমে উদ্ধার করে ওভাই ভিটিএস ট্র্যাকার টিম।
বিডি-প্রতিদিন/এমআই