বাংলাদেশের মোটর বাইক মার্কেটে যোগ হলো সুজুকির রাজকীয় যাত্রা। গতকাল শুক্রবার ডিজিটাল লঞ্চ করা হয়েছে সুজুকির নতুন মডেল Bandit 150। গতির রাজা জিএসএক্স সিরিজের নন্দিত পথচলার সাথে এবার যুক্ত হলো নতুন সুজুকি Bandit 150।
মূলত সুজুকির লেজেন্ডারি রেসিং সেগমেন্ট জিএসএক্স আর-এর ঐতিহ্যকে নতুনভাবে বাংলাদেশের বাইকপ্রেমীদের দ্বারপ্রান্তে পৌঁছে দিতেই এই বাইকটির সৃষ্টি। আপোষহীন গতির সাথে এর স্ট্রিট ফাইটার লুক অনন্য মাত্রা যোগ করবে বাইক প্রেমীদের কাছে। এর ১৫০ সিসির লিকুইড কুল শক্তিশালী ইঞ্জিন ও ৬-স্পিড গিয়ার ট্রান্সমিশন রাইডারদের অভিজ্ঞতায় যোগ করবে গতিময়তা ও আস্থা। সুজুকি Bandit 150 পাওয়া যাবে গ্রে, ব্ল্যাক এবং রেড-ব্ল্যাক কালারে।
সুজুকি Bandit 150-এর ডিজিটাল লঞ্চ অনুষ্ঠানটি সরাসরি লাইভ সম্প্রসারণ করা হয় সুজুকি বাংলাদেশ এর ফেসবুক পেইজ থেকে। অনুষ্ঠানটিতে সরাসরি উপস্থিত ছিলেন র্যাংকন মোটর বাইকস্ লিমিটেডের সিইও কাজী আশিক উর-রহমান, হেড অব মার্কেটিং মোহাম্মদ সামস উদ্দিন এবং হেড অব সেলস্ এ.কে.এম তৌহিদুর রহমান। Bandit 150 বাইকটি লঞ্চ করার পূর্বে র্যাংকন মোটর বাইকস্ লিমিটেডের হেড অব সেলস্ এ.কে.এম তৌহিদুর রহমান বলেন, যখনই আমরা স্পিড এবং এক্সেলেশন এর কথা চিন্তা করি তখন প্রথম যে বাইকটির কথা মাথায় আসে তা হলো জিএসএক্স আর। আর এবার আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি বাইক যা আপনাকে সময়ের চাইতেও এগিয়ে রাখবে।
সুজুকি Bandit 150 সম্পর্কে সিইও কাজী আশিক উর-রহমান বলেন, এবার আমরা এমন একটি বাইক নিয়ে এসেছি যা স্টাইলিশ, ফাস্ট এবং বেশ পপুলার। এটা অনেকটা লাক্সারিয়াস একটি বাইক যা এ সময়ের সবচেয়ে এডভান্সড্ টেকনোলজি দিয়ে তৈরি।
সুজুকি Bandit 150 লঞ্চের পর র্যাংকন মোটর বাইকস্ লিমিটেডের হেড অব সেলস্ এ.কে.এম তৌহিদুর রহমান বলেন, এই বাইকটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন এটি আপনাকে একটি লাক্সারিয়াস রাইডিং এক্সপেরিয়েন্স দিতে পারে। Bandit 150 এর সাথে জিএসএক্স আর এর প্রধান পার্থক্যটা হলো বডি কিট। এর লেটেস্ট টেকনোলজি একে অন্য যেকোনো বাইকের থেকে আলাদা করেছে।
এছাড়াও লঞ্চ অনুষ্ঠানে সুজুকি Bandit 150-এর লিকুইড কুল ইঞ্জিন, সলিড পেটাল ডিস্ক ব্রেক, এলইডি হেডলাইট, ১৫০সিসি পাওয়ারফুল ইঞ্জিন, কমফরটেবল সিট, ফুল ডিজিটাল স্পিডোমিটার সহ আরও অনেক দুর্দান্ত ফিচার তুলে ধরা হয়।
সুজুকি Bandit 150 মডেলের প্রারম্ভিক বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৩ লাখ ২৯ হাজার ৯৫০ টাকা। আজ শনিবার থেকে Bandit 150 সারা দেশব্যাপী পাওয়া যাচ্ছে সকল সুজুকি শো-রুমে।
বিডি প্রতিদিন/ফারজানা