কয়েকজন তরুণ উদ্যোমী উদ্যোক্তার হাত ধরে দেশের ই-কমার্স বাজারে ডানা মেলল টারজান লিমিটেড (www.tarzaan.com.bd)। গত ১৫ জুলাই টারজান লিমিটেডের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলেও, এর উদ্যোক্তারা বেশ লম্বা সময় ধরেই তাদের সাফল্যের স্বাক্ষর রেখেছে অন্যান্য সেক্টরে। করোনার ঝুঁকিকে পেছনে ফেলে, রাতদিন পরিশ্রম করে গড়ে তুলেছেন তাদের নতুন প্রতিষ্ঠানটিকে। নিত্যপ্রয়োজনীয় পণ্য, তরিতরকারি, মোবাইল ফোনমহ যাবতীয় কিছু পাওয়া যাবে টারজান লিমিটেডের বিশাল পণ্য ভান্ডারে।
খুব সম্প্রতি লঞ্চ হয়ে গেল টারজান লিমিটেডের আন্তর্জাতিক মানসম্পন্ন মোবাইল এপ্লিকেশন। এই এপ্লিকেশনটি এই মূহুর্তে পাওয়া যাচ্ছে শুধু এন্ড্রয়েড প্লাটফর্মে। অর্থাৎ, যে কোনো এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম বেজড মোবাইল ফোনের 'প্লে স্টোরে' গিয়ে টারজান লিমিটেড (tarzaanltd) লিখে সার্চ করলেই চলে আসবে টারজানের সাম্প্রতিক ডেভেলপ করা মোবাইল এপ্লিকেশন।
টারজানের হেড অফ আইটি এবং মার্কেটিং, মাহমুদ হোসেন বলেন, এন্ড্রয়েড প্লাটফর্মের প্রথম ভার্সনের কাজ শেষ করেছি আমরা। এন্ড্রয়েডের পাশাপাশি আইওএস ভার্সনেও মোবাইল এপ্লিকেশনটি খুব শিগগিরই পাওয়া যাবে।
টারজান লিমিটেডের চেয়ারম্যান শাহান আরা হক পুরো ব্যাপারটি নিয়ে প্রচন্ড উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, দেশের মানুষের প্রয়োজনে কাজ করতে পেরে নিজেকে খুব গর্বিত মনে করছি। দেশের সবার কাছে আমি বলতে চাই, টারজান আপনাদের সবার আশা এবং ইচ্ছা পূরণ করবে, ইনশাল্লাহ।
টারজানে বিভিন্ন ডিস্কাউন্টের পাশাপাশি পাওয়া যাবে ফ্রি হোম ডেলিভারি সুবিধা। এ ছাড়া তাদের বিভিন্ন সার্ভিস এবং পণ্য সম্পর্কে জানার জন্য আছে নিজস্ব হটলাইন নম্বর, ওয়েব চ্যাটবট, ফেসবুক মেসেজসহ মোবাইল এপ্লিকেশন থেকে সরাসরি কল অপশন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ