বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড অপো তাদের জনপ্রিয় এফ সিরিজের ফোনে দুর্দান্ত মোবাইল ফটোগ্রাফির জন্যে ব্যাপক প্রশংসিত। এরই ধারাবাহিকতায় নতুন প্রজন্মের স্মার্টফোন উৎসাহীদের অনন্য অভিজ্ঞতা দিতে চলতি বছরের সবচেয়ে স্লিক ফোন এফ১৭ প্রো নিয়ে আসছে অপো।
দুর্দান্ত নকশার অপোর 'আল্ট্রা ফাংশন, আল্টিমেট ফান' এই স্মার্টফোন খুব শিগগিরই বাংলাদেশের বাজারে উন্মোচিত হবে। বর্তমানে স্মার্টফোন শুধুমাত্র প্রযুক্তি পণ্যই নয় বরং তরুণ প্রজন্মের ফ্যাশন অনুষঙ্গেও পরিণত হয়েছে।
অপো এফ১৭ প্রো স্মার্টফোনটির প্রতিটি ফিচারই ডিভাইসটিকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছে। নান্দনিক এ ডিভাইসটি ঝামেলাহীনভাবে পকেট, জ্যাকেট, কিংবা ছোট ব্যাগে রাখা যাবে। ডিভাইসটি ব্যবহারকারীদের নিঃসন্দেহে ফোন ব্যবহারের দুর্দান্ত অভিজ্ঞতা দেবে।
এফ১৭ প্রো’র স্লিম ডিজাইনে এর উপকরণগুলো যেমন, মাদারবোর্ড, ব্যাটারি প্রভৃতি চমৎকারভাবে বিন্যস্ত করা হয়েছে। অনন্য এ ডিভাইজটির ব্যবহার আরও আরামদায়ক ও স্বাচ্ছন্দ্যবোধ করার জন্যে স্লিক এ ফোনটিতে রাউন্ড এজ-এর ব্যবহার করা হয়েছে। এর ফলে আধুনিক ডিজাইনের এ ডিভাইসটিকে দেখাবে আরও উজ্জ্বল ও প্রাণবন্ত।
নতুন এফ১৭ প্রো ডিভাইসে চকচকে ম্যাট ডিজাইন ব্যবহার করা হয়েছে যা ডিভাইসটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এছাড়াও এফ সিরিজের পূর্ববর্তী ফোনের মতো এ ডিভাইসটির পেছনে চমৎকার আলোর উজ্জ্বল রেখার ব্যবহার করা হয়েছে। নতুন ডিজাইনসমৃদ্ধ এ ডিভাইসটি ব্যবহারে মিলবে ভিন্নধর্মী অভিজ্ঞতা। ক্রেতাদের চাহিদার কারণে নজরকারা ডিভাইসটির ডিজাইন ফিঙ্গারপ্রিন্ট প্রতিরোধী হিসেবে তৈরি করা হয়েছে।
সেরা ক্যামেরা ও নান্দনিক ডিজাইনের অপো এফ সিরিজের ডিভাইসগুলো তরুণদের কথা বিবেচনা করেই তৈরি করা হয়। নজরকাড়া ডিজাইনের আসন্ন ফোনটিও তরুণ স্মার্টফোনপ্রেমীদের মুগ্ধ করবে; একইসঙ্গে তাদের জীবনকে করবে স্বাচ্ছন্দ্যদায়ক এবং তাদের নতুন কিছু করতে উদ্বুদ্ধ করবে।
অপো
বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড অপোর ক্রেতাদের শিল্প ও উদ্ভাবনী প্রযুক্তির মিশেলে তৈরি পণ্য সরবরাহের জন্যে একটি নিবেদিত প্রতিষ্ঠান। তারুণ্য, নতুন ট্রেন্ড/প্রবণতা সৃষ্টি আর সৌন্দর্যের প্রতীক একটি ব্র্যান্ড হিসেবে ডিজিটাল জীবনযাত্রার আরও অসাধারণ অভিজ্ঞতা নিশ্চিত করতে অপো বরাবরই তার গ্রাহকদের জন্যে নিয়ে আসে সর্বোত্তম সেবা দিতে সক্ষম ইন্টারনেট অপটিমাইজড প্রোডাক্ট।
এই ব্র্যান্ডের হাত ধরেই সূচনা হয় ‘সেলফি বিউটিফিকেশন’ এর এক নতুন যুগ। স্মার্টফোন জগতে নিজেদের এক ভিন্ন ভাবমূর্তি প্রতিষ্ঠায় ‘অপো’ নিয়ে এসেছে ‘মোটোরাইজড রোটেটিং’ ক্যামেরা, আল্ট্রা এইচডি ফিচার, ৫এক্স ডুয়াল ক্যামেরা জুম প্রযুক্তি।
২০১৬ সালে ‘অপো’র সেলফি-বিশেষজ্ঞ খ্যাত ‘এফ’ সিরিজ বাজারে আসার পরপরই স্মার্টফোন জগতে সেলফি তোলার প্রবণতা সৃষ্টিতে অগ্রগ্রামী ভূমিকা রাখে অপো। ২০১৭ সালে আইডিসি এর র্যাংকিং অনুসারে অপো বিশ্বের চতুর্থ সেরা স্মার্টফোণ ব্র্যান্ড হিসেবে নির্বাচিত হয়।
বর্তমানে ৪০টি দেশে ২০ কোটির অধিক গ্রাহক আর ৪ লাখের এর অধিক স্টোর আর বিশ্বজুড়ে ৪টি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের মিশেলে বিশ্বজুড়েই তরুণদের স্মার্টফোন ফটোগ্রাফিতে সর্বোৎকৃষ্ট অভিজ্ঞতা দিয়ে চলেছে অপো।
বিডি প্রতিদিন/এমআই