পারটেক্স ব্র্যান্ডের নামে নকল ম্যাট্রেস বিক্রেতাদের ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে। পারটেক্স স্টার গ্রুপ কর্তৃক আইনগত সহায়তা চাওয়ার প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতের আওতায় সম্প্রতি ঢাকার মিরপুর এলাকায় পর্দা ও গদি-বালিশ এবং ম্যাট্রেসের বেশ কয়েকটি দোকানে এই অভিযান পরিচালনা করেছে।
এছাড়াও নকল ম্যাট্রেস প্রস্তুতকারক এলিট ফোম ম্যাট্রেস এন্টারপ্রাইজ নামক একটি কারখানায় তল্লাশি চালিয়ে পারটেক্স ব্র্যান্ড নামে নকল ম্যাট্রেস পাওয়ায় জরিমানা করেছেন ঢাকা মেট্রোপলিটন এলাকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাঠান মো. সাইদুজ্জামান।
উল্লেখ্য, আসল পারটেক্স ম্যাট্রেস শুধুমাত্র দেশব্যাপী পারটেক্স ফার্নিচারের শোরুম থেকেই বিক্রি হয়। তাই খোলা বাজারে পারটেক্স ব্র্যান্ড নামে নকল ম্যাট্রেস ক্রয় করা থেকে ক্রেতাগণদের বিরত থাকতে অনুরোধ জানিয়েছেন কোম্পানি কর্তৃপক্ষ।
এসব নকল ম্যাট্রেস পণ্য প্রস্তুতকারক এবং বিক্রেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট।
বিডি প্রতিদিন/ আবু জাফর